logo
আপডেট : ৩ জুলাই, ২০১৮ ১২:১২
নবীন কণ্ঠশিল্পীদের জন্য বাংলাদেশ বেতারের বিশেষ কর্মশালা
প্রথম বাংলাদেশ ডেস্ক

নবীন কণ্ঠশিল্পীদের জন্য বাংলাদেশ বেতারের বিশেষ কর্মশালা

নবীন কণ্ঠশিল্পীদের জন্য রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন মিলনায়তনে সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা। বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র এ কর্মশালার আয়োজন করেছে। এতে ‘গ’ গ্রেডভুক্ত ১শ’ জন নবীন শিল্পী প্রবীন ও প্রতিষ্ঠিত শিল্পীদের অর্জিত অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পাবেন।

কর্মশালায় সঠিকভাবে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি সঙ্গীতের ইতিবৃত্ত, সুর ও বাদ্যযন্ত্রের ব্যবহার, আধুনিক গানের সেকাল-একাল, সঙ্গীতের বিকাশে বেতারের ভূমিকা তুলে ধরা হবে । এছাড়া লোক সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, যন্ত্র সঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত বিষয়েও প্রশিক্ষণ দেবেন সঙ্গীত বিষেজ্ঞরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। স্বাগত বক্তব্য রাখেন বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।

তিন দিনের এই কর্মশালায় বিভিন্ন ধারার খ্যাতিমান শিল্পীরা প্রশিক্ষণ দেবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর্মশালা। এতে অংশ নেয়া প্রত্যেক নবীন শিল্পীকে ৬ হাজার টাকা করে দেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com