অজ্ঞাতনামা এক মৃত নারীর পরিচয় জানতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মৃত ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর। গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
থানার ৭নং খাসরাজ বাড়ি ইউনিয়ন অন্তর্ভুক্ত খাসরাজ বাড়ি এল বিবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫শ’ গজ পূর্বপাশে যমুনা নদীর খালের মধ্যে বালুচরের তীরে পানিতে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ।
উদ্ধারের সময় ওই নারীর পরনে কচুপাতা রঙের হাফহাতা ব্লাউজ ও সবুজ রঙের পেটিকোট পরা ছিল। তিনি লম্বা অনুমান ৫ ফুট, গায়ের রঙ শ্যামলা, স্বাস্থ্য-স্বাভাবিক। উদ্ধারের পর সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, মামলা নম্বর- ১৯, তারিখ-০৪/১০/১৮।
ছবি দেখে মৃত ওই নারীকে কেউ শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজিপুর থানা (০১৭১৩-৩৭৪০৪৩) অথবা ডিএমপি (মিডিয়া ০১৭১৩-৩৯৮৭৫৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ