logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ১১:০২
ফ্রান্স যুক্তরাষ্ট্রের খেলার পুতুল নয়: ম্যাক্রোঁ
প্রথম বাংলাদেশ ডেস্ক

ফ্রান্স যুক্তরাষ্ট্রের খেলার পুতুল নয়: ম্যাক্রোঁ

ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের খেলার পুতুল নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের অর্থ এই নয় যে, তার দেশ ওয়াশিংটনের খেলার পুতুলে পরিণত হয়েছে। আমেরিকার ওপর নির্ভরশীল হওয়া ইউরোপের উচিত হবে না। ইউরোপের জন্য আলাদা বাহিনী গঠনের প্রস্তাবে ফ্রান্সকে একহাত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবেই এমন মন্তব্য করেন ম্যাক্রোঁ।

সম্প্রতি ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন ম্যাক্রোঁ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে ইউরোপের উচিত আত্মরক্ষার নিয়ন্ত্রণ নিজের হাতে গ্রহণ করা।

ম্যাক্রোর এমন প্রস্তাবের পর ক্ষুদ্ধ হয়ে ট্রাম্প বলেন,  নিজ দেশে ফরাসি প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি ইউরোপের জন্য সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীর কথিত অবদানের কথা স্মরণ করে ট্রাম্প ম্যাকরনকে বলেন, সে সময় মার্কিন বাহিনী এগিয়ে না এলে আপনাদেরকে আজ প্যারিসে বসে জার্মান ভাষা শিখতে হতো।

ট্রাম্পের এমন মন্তব্যের পর ফ্রান্স সরকারের মুখপাত্র বেনিয়ামিন গ্রিভক্স তার দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করে ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা না করে প্যারিসে সন্ত্রাসী হামলার বার্ষিকীকে ট্রাম্পের উচিত ছিল কিছুটা হলেও ‘ভদ্রতা’ বজায় রাখা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com