logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ১১:২২
চলচ্চিত্র অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম বাংলাদেশ ডেস্ক

চলচ্চিত্র অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ । ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

পরিচালক কাজী হায়াতের ‘খোকন সোনা’ নামে ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন এই গুণী অভিনেতা।

রাজীব অভিনীত চলচ্চিত্রের মধ্যে- প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, হাঙর নদী গ্রেনেড, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা অন্যতম।

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর ২০০৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ রাজীব শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com