রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮’। সন্ধ্যা ছয়টা থেকে উৎসব শুরু হয়ে শেষ হবে রাত ১২টায়। একই রুটিনে উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
এ বছর বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১৭৪ জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। আজ উৎসবের প্রথম দিনে গানের পাশাপাশি থাকবে নাচের ব্যবস্থা। এবারের আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। আরো দেখা যাবে গ্রামীণফোনের অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপে।
‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮’-এর নিবন্ধন শুরু হয় গত ৬ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও অনলাইন নিবন্ধনের মাধ্যমে উৎসবের ফ্রি পাস সংগ্রহ করেছেন দর্শক। সেই নিবন্ধনের মুদ্রিত কপি দেখিয়ে আজ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত উৎসবস্থলে প্রবেশ করা যাবে।