logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ১২:৩৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের
প্রথম বাংলাদেশ ডেস্ক

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। সঞ্চালন লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে একটি ডাম্প ট্রাকে আগুন ধরে গেলে তাদের মৃত্যু হয়।

দুইজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ডাম্প ট্রাকের চালক রুবেল মিয়া ও তার সহকারী জাহাঙ্গীর আলম। তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস সড়কে চলমান সংস্কার কাজের জন্য মাটি নিয়ে গিয়েছিল ডাম্প ট্রাকটি।

এসময় রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক ট্রাকের পেছনের অংশ উঁচু করলে তা উপরে থাকা ৩৩ কেভির সঞ্চালন লাইন স্পর্শ করে। এতে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে টায়ার থেকে গাড়িতে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকচালক রুবেল মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার সহকারী জাহাঙ্গীরও মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com