কিছুতেই কাটছে না দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজনৈতি ও সাংবিধানিক সংকট। গত কয়েকদিন ধরে চলা এই সংকটের মধ্যে পার্লামেন্টে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এবার পার্লামেন্টে মরিচের গুঁড়া ছোড়া হয়েছে। এছাড়া চেয়ার ছুড়ে মারার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন পার্লামেন্ট সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মত পার্লামেন্টের ভিতরে প্রবেশ করে নজিরবিহীন হস্তক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুই দলের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির পরদিন শুক্রবার এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
তবে গতকাল একই বিষয় নিয়ে বিতর্ক শুরু হলে সংসদ সদস্যরা পরস্পরের দিকে মরিচের গুঁড়া ছুড়তে শুরু করেন। একপর্যায়ে আছাড় মেরে মেরে সংসদের চেয়ার ও টেবিল ভেঙে সেগুলো লাঠি হিসেবে ব্যবহার করে মারামারিতে লিপ্ত হন সংসদ সদস্যরা। ছুঁড়ে মারা মরিচের গুঁড়ার কারণে কয়েকজনকে ঘন ঘন চোখ ডলতেও দেখা গেছে। শেষ পর্যন্ত সংসদ অধিবেশন আগামী ১৯ তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। পুলিশের সহায়তায় স্পিকারকে অধিবেশনস্থল ত্যাগ করতে হয়।