logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১৫:২৮
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
প্রথম বাংলাদেশ ডেস্ক

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

তিনি শনিবার সকালে কবিরহাট উপজেলা পরিষদে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সহকারী রির্টানিং অফিসারের কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা আচরণ বিধি নেমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনৃষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। কেউ নাশকতা বা অন্য কোনভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদেরকে প্রতিহত করার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, আ’লীগ নেতা একেএম ডা: জাফর উল্যাহ, আলাবক্স টিটু, ও কামাল উদ্দিন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com