logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১৫:৫০
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ সহস্রাধিক
প্রথম বাংলাদেশ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ সহস্রাধিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এই দাবানলে ৭১ জনের মৃত্যু হয়েছে। পুরোপুরি পুড়ে ধ্বংস হয়েছে কমপক্ষে ১২ হাজার বাড়ি ঘর। খবর ভয়েস অব আমেরিকা।

বৃহস্পতিবার নিখোঁজের সংখ্যা ছিলো তিন শতাধিক। এর দুইদিন পর শনিবার জানানো হল নিখোঁজের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ধারণা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া কাট্রেরি সেরিফ করি হনিয়া বলেছেন, শুক্রবার নিখোঁজের তালিকায় ৬৩১ জনের নাম থাকলেও এখন ১ হাজার ১১ জনের নাম যোগ হয়েছে। 

দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় দশ হাজারের মত দমকল বাহিনী কাজ করছে বলে জানা গেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com