logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১৬:৩০
এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের নতুন সভাপতি পাপন
প্রথম বাংলাদেশ ডেস্ক

এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের নতুন সভাপতি পাপন

এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুননির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার লাহোরে এসিসি'র বার্ষিক সাধারণ সভাশেষে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।

ভারত বাদে এশিয়ার ক্রিকেট খেলুড়ে ৩৩টি দেশ এই সভায় অংশ নিচ্ছে। এসিসির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারত গুরুত্বপূর্ণ এই সভায় নেই।

আগামী ২ বছরের জন্য চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি'র সভাপতিত্ব করবেন এই বিসিবি সভাপতি।

১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ।

২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে ছিলেন আলী আজগর লবি।

আর তৃতীয় সভাপতি আহম মোস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com