বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানার মৃত্যুর ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ। চালকের নাম মো. হানিফ ওরফে মুন্না (৩৪)।
বুধবার ভোররাতে লক্ষ্মীপুর সদর এলাকার মনু মিয়া মোল্লাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পর তদন্ত শুরু করে শাহ আলী থানা পুলিশ। বাসের চালককে শনাক্ত করার পর ৪ জুলাই ভোরে লক্ষীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২ জুলাই সকাল ৯টার দিকে বিইউবিটির চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ মাসুদ রানা মিরপুরে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তার রিকশাটি ঈদগাহ মাঠের পাশের রাস্তায় আসলে দিশারী পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। মাসুদ রানা ও রিকশাচালককে উদ্ধার করে শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানার বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়।
পরে তার মেদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক হানিফ পালিয়ে যান। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর ওইদিন দুপুরে বিইউবিটির শিক্ষার্থীরা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
কিন্তু বাসচালক আটক না হওয়ায় গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে সড়কে অবরোধ করেন তারা। এ সময় সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা যাওয়ার সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।