logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮ ১৫:৩৪
‘প্রেমিককে ফিরে পেতে মেয়েরা ধর্ষণের অভিযোগ করে’
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘প্রেমিককে ফিরে পেতে মেয়েরা ধর্ষণের অভিযোগ করে’

শুধুমাত্র সাবেক প্রেমিককে ফিরে পেতে বেশিরভাগ মেয়েরা ধর্ষণের অভিযোগ করেন বলে মন্তব্য করেছেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দেশটিতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণের উদ্বেগের মধ্যে এমন বিতর্কিত মন্তব্য করলেন মনোহরলাল। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মত ব্যক্তির এমন মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

কয়েক বছরে হরিয়ানায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ জানালে মুখ্যমন্ত্রী এ বিষয়ে একমত হননি। এক জনসভায় তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনা আগেও ঘটত, এখনও ঘটে। শুধুমাত্র এ বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে।’

এরপর তিনি বলেন, ‘ধর্ষণ বা নিগ্রহের প্রায় ৮০-৯০ শতাংশ মামলায় দেখা গিয়েছে অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পরের কাছের মানুষ। তারা দিনের পর দিন একসঙ্গে ঘুরেছেন। একদিন তাদের নিজেদের মধ্যে ঝগড়া হল। পরে মহিলাটি ধর্ষণের অভিযোন দায়ের করলেন।’

বেশিরভাগ বিষয়ের মত এটিও রাজনৈতিক বিতর্ক সৃষ্ট করেছে। কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজ্য সরকারের তীব্র নারী বিরোধী মানসিকতার বহিপ্রকাশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com