logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮ ১৬:৩০
শপথ নিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ
প্রথম বাংলাদেশ ডেস্ক

শপথ নিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ

মালদ্বীপের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে হাজারও মানুষের উপস্থিতিতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি।

শপথ গ্রহণের পর তিনি দুর্নীতি দমন ও বিগত সরকারের মানবাধিকার হরণের বিষয়ে বিচারের আশ্বাস দিয়েছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার মালদ্বীপবাসী। সেখানে মোহাম্মদ সলিহ্কে গান স্যালুট দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একদিকে সলিহ যেমন পররাষ্ট্র নীতিতে ভারতকে অগ্রাধিকার দেওয়ার কথা খোলাখুলি বলেছেন, অন্যদিকে তেমনি মালদ্বীপকে বিভিন্ন খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

একইসাথে, দেশটি থেকে দুর্নীতি দমন, শান্তি বজায় রাখা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করারও ঘোষণা দিয়েছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট ইয়েমিনের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়, সলিহের বিজয়ের পর অধিকাংশদেরই মুক্ত করা হয়েছে।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com