logo
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১১:০৮
আনোয়ারের ডিজিটাল ধান মাড়াই মেশিন
প্রথম বাংলাদেশ ডেস্ক

আনোয়ারের ডিজিটাল ধান মাড়াই মেশিন

আঁটি রেখে ধান মাড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নতুন এক কৃষিযন্ত্র ‘আনোয়ার ডিজিটাল ধান মাড়াই মেশিন’ উদ্ভাবন করেছেন দিনাজপুরের ডা. আনোয়ার। এই মেশিনে ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের খরচ হয় কম, সময়ও লাগে কম। অন্যরকম এই ধান মাড়াই মেশিনটি উদ্ভাবন করা ডা. আনোয়ার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের পল্লী চিকিৎসক। এরই মধ্যে তার তৈরি চারটি      মেশিন ভাড়ায় ধান মাড়াই কাজ করছে। এ মেশিনে কৃষকদের দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে। মেশিন ব্যবহারকারীরা জানান, একজন কৃষকের ধান কাটা ও মাড়াইতে দিনে যেখানে ৩০ জন কৃষি শ্রমিক লাগে, সেখানে মাত্র ১২০০ টাকায় ভাড়া নিয়ে এই মেশিন দিয়ে একদিনেই একই কাজ করা যাচ্ছে। এতে কৃষকের যেমন খরচ বেঁচে যাচ্ছে, তেমনি সময়ও কম লাগছে। পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন জানান, এই মেশিনে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তার সবই তার নিজস্ব লেদে তৈরি করা। এ কারণে বাজারের অন্য মেশিনের তুলনায় এটি মজবুত। এর দামও অনেক কম, কৃষক এটি সহজেই ক্রয় করতে পারবে।

 
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com