logo
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১৬:৫১
সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে গাড়িচাপায় শাহীন আলম (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পর সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের মিয়াজান পাটওয়ারী বাড়ির মো. শাহাজাহন পাটওয়ারীর ছেলে।

আজ মঙ্গলবার নিহতের স্বজন ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তিন ভাইয়ের মধ্যে শাহীন মেঝো। দেড় বছর আগে বাবা সৌদি আরব নিয়ে যান ছেলেকে। পরে ছেলেকে রেখে গত কয়েকদিন আগে বাবা দেশে ছুটিতে আসেন। শাহীন সৌদি আরবে একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষে গতকাল সন্ধ্যার পর জেদ্দা শহরের রাস্তা পারাপারের সময় একটি গাড়ি চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই শাহীন মারা যান। পরে পুলিশ শাহীনের মরদেহটি উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে শাহীনের বাড়ী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরকারি সহযোগিতায় নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান পরিবারের সদস্যরা।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায় বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com