logo
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১৭:০১
বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড

দুদকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই রায় ঘোষণা করেন।

২০০১ সালের ১০ জুন দুদক রফিকুল ইসলাম মিয়াকে তার সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেননি।

সম্পদের বিবরণ জমা না দেওয়ার অভিযোগে দুদকের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই কর্মকর্তা ওই বছরের ৩০ নভেম্বর আদালতে রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com