সামনে নীল সমুদ্রের স্বচ্ছ জল। পায়ের নিচে সাদা বালুকাময় সৈকত। চারিদিকে নিস্তব্ধতা আর হাতে প্রিয়জনের হাত। আর কেউ নেই, শুধুই যেন দুজনের দ্বীপ। ভাবছেন এমনটা কল্পনাতেই সম্ভব? নাহ, কল্পনা নয়, বাস্তবেই আছে এমন দ্বীপ যা উপভোগ করা সম্ভব একদম ব্যক্তিগতভাবে।
প্রিয়জনের সান্নিধ্যে অবকাশ যাপনে অনেকেরই পছন্দ সমুদ্রের তীরের কোনো স্থান। কিন্তু অতিরিক্ত ভিড় পছন্দ করেন না অনেকেই। এমন ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখেই ক্যারিবিয়ান আইল্যান্ডে লিটিল পিটার ওয়েসিস নামের একটি ‘প্রাইভেট আইল্যান্ড’ তৈরি করা হয়েছে। সাগরের পাড়ে, সেন্ট্রাল বেলিজ উপকূল থেকে মাত্র ৪ মাইল দূরে এবং পৃথিবীর দ্বিতীয় বৃহৎ প্রবাল প্রাচীর থেকে ১০ মিনিট বোট রাইড দূরত্বে এই ‘প্রাইভেট আইল্যান্ড’ এর অবস্থান।
ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখেই লিটিল পিটার ওয়েসিস নামের একটি ক্যারিবিয়ান আইল্যান্ডে তৈরি করা হয়েছে ‘প্রাইভেট আইল্যান্ড’।
সুস্বাদু সামুদ্রিক খাবার এবং ক্যান্ডেল লাইট ডিনারের সুবিধা আছে অতিথিদের জন্য। স্নরকেলিং করে সাগরের নিচের অজানা জগত দেখার সুযোগসহ আরও থাকছে কায়াকিং, প্যাডেল বোর্ডিং, মাছ ধরা, স্কুবা ডাইভিং, জঙ্গল ট্যুর এবং কেভ টিউবিং।

বিলাসবহুল এই প্রাইভেট গেস্ট হাউজে আছে দুটি বেডরুম
বিলাসবহুল এই প্রাইভেট গেস্ট হাউজে আছে দুটি বেডরুম এবং স্নানের জন্য পানির উপরে তৈরি করা দুটি বাংলো যেখান থেকে পুরো ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় সমুদ্রের এবং মায়া পাহাড়ের। সারাদিনের সূর্যের তাপে ক্লান্ত হয়ে গেলে শরীর ভিজিয়ে নেয়া যায় কোরালে ঘেরা হ্রদের গাঢ় নীল পানিতে। আর রাতের আকাশে তাকালে দেখা যাবে লক্ষ-কোটি তারা। তখন বাংলোর নিচে মায়াময় নীল আলোয় তৈরি হবে মোহনীয় পরিবেশ যা অতিথিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।