logo
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১৫:১৮
বাংলাদেশিদের জন্য চীনের অন অ্যারাইভাল ভিসা চালু
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশিদের জন্য চীনের অন অ্যারাইভাল ভিসা চালু

বাংলাদেশি নাগরিকদের জন্য ‘প্রবেশ মাত্রই’ (অন অ্যারাইভাল) ভিসা দিচ্ছে চীন। এখন থেকে চীনের নির্দিষ্ট বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। 

এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে।

বেইজিং, গুয়াংজু, কুনমিংসহ চীনের ২৭টি বিমানবন্দরে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা পাওয়া যাবে। এই ভিসায় আগত ব্যক্তিরা চীনে ৩০ সর্বোচ্চ দিন অবস্থান করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়েছে, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনার পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com