logo
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১৮:১৮
শিশুর চিরকুটে বাঁচিয়ে দিলো কয়েক হাজার ডলার
প্রথম বাংলাদেশ ডেস্ক

শিশুর চিরকুটে বাঁচিয়ে দিলো কয়েক হাজার ডলার

যুক্তরাষ্ট্রে একটি শিশুকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে একজন কলেজ ছাত্রের করা পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। নিউইয়র্কের বাফেলোর বাসিন্দা অ্যান্ড্রু সিপোভিচ তার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গাড়ির ভেতর হাতে লেখা একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। একটি শিশু ওই চিরকুটটি লিখে গাড়িতে রেখে যায়। এতে লেখা ছিল, ‘বাস-৪৪৯ আপনার গাড়িকে আঘাত করেছে। গাড়ির দুর্ঘটনার জন্য দায়ী একজন স্কুল বাস চালক।’ চিরকুটের সঙ্গে ছিল একটি ড্রয়িং।

এরপর শিশুটির উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। গাড়ির মালিক তরুণ সিপোভিচ সামাজিক মাধ্যম টুইটারে এই চিরকুট শেয়ার করেন। আর সেটি দেখে সিক্সথ গ্রেডের একজন শিক্ষক শনাক্ত করেন যে, তারই একজন শিক্ষার্থীর হাতের লেখা সেটি। তিনি সিপোভিচ এর সঙ্গে যোগাযোগ রাখেন। ২১বছর বয়সী সিপোভিচ বলেন, ‘আমি এবং আমার পরিবার অত্যন্ত কৃতজ্ঞ এবং মেয়েটিকে যেকোনভাবে আমরা পুরস্কৃত করতে চাই।’

সেইসাথে জানান, এই ছোট্ট নোট তার হাজার হাজার ডলারের মেরামত খরচ বাঁচিয়ে দিয়েছে। তিনি যে টুইট করেছেন সেটি ৫ লক্ষের বেশি লাইক পেয়েছে। বাসের সাঙ্গে সিপোভিচের গাড়ির ওই দুর্ঘটনা হয় গত সোমবার। এরপর কি ঘটনা ঘটেছিল তা উঠে এসেছে শিশুটির চিরকুটে।

তিনি বলেন, ‘এরকম ঘটনা ভূলে যাওয়াই যখন সহজ কাজ, তখন মেয়েটি যে সাহসিকতা দেখিয়েছে এবং সঠিক কাজটি করেছে সেজন্য তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমি।’

এই অঙ্গরাজ্যে সিক্সথ গ্রেডের শিক্ষার্থীদের বয়স সাধারণত ১১ থেকে ১২ বছর হয়ে থাকে। চিঠিতে যে হতের লেখা রয়েছে তাকে সামাজিক মাধ্যমে অনেকে উচ্চ মানসম্পন্ন লেখা বলেছেন। একজন টুইটার ব্যবহারকারী চিরকুটে মেয়েটির আঁকা বাসের ছবিরও প্রশংসা করেছেন। একজন আর্টের শিক্ষক দাবি করেন যে এই ড্রয়িংই(চিত্রকর্ম) বলে দিচ্ছে যে শিল্পটি খুবই গুরুত্বপূর্ণ।তবে ওই শিশুটির নাম পরিচয় প্রকাশ করেননি সিপোভিচ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com