logo
আপডেট : ৫ জুলাই, ২০১৮ ১৪:২১
ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
অনলাইন ডেস্ক

ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক	 জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাচার জানাজায় অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

পরে দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট চাচার জানাজা নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, মির্জা ফখরুল ইসলাম ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

মির্জা ফখরুলের ঘনিষ্ঠসহচর সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রিংকু   বলেন, বিএনপি মহাসচিব এখন কেবিনে রয়েছেন। আগের চেয়ে এখন কিছুটা সুস্থবোধ করছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com