logo
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১৮:৫৯
ক্যান্সার নিয়ে অদ্ভূত মন্তব্য, তোপের মুখে ‘স্বাস্থ্যমন্ত্রী’
প্রথম বাংলাদেশ ডেস্ক

ক্যান্সার নিয়ে অদ্ভূত মন্তব্য, তোপের মুখে ‘স্বাস্থ্যমন্ত্রী’

মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে অদ্ভূত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতের এক মন্ত্রী।

ভারতের আসাম রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা বলেন, “ইশ্বর আমাদেরকে ভোগান, যখন আমরা পাপ করি।”

তিনি বলেন,“অনেক সময় আমরা যুবকরা ক্যান্সারে আক্রান্ত হই অথবা দুর্ঘনার শিকার হই। আপনি যদি অতীত (পটভূমি) ভেবে দেখেন, তাহলে দেখতে পাবেন- এটা একটি ঐশ্বরিক বিচার ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে এই ঐশ্বরিক বিচারে ভুগতে হয়।” খবর পিটিআই’র।

“অতীতের পাপের কারণে মানুষ রোগে ভোগে। হতে পারে রোগে আক্রান্ত ওই ব্যক্তি ওই পাপ নিজে করেছেন। নিজে না করে থাকলে, হয়তো তার বাবা-মা করেছেন। এটা আসলে ঐশ্বরিক বিচার,” যোগ করেন হিমন্ত।

রোগ নিয়ে এমন মন্তব্য করার পর ওই মন্ত্রীর বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com