logo
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ২০:৪৯
সরকার ও ইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হবে : রব
প্রথম বাংলাদেশ ডেস্ক

সরকার ও ইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হবে : রব

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সংবিধানের কোথাও ইভিএম ব্যবহারের কথা উল্লেখ নেই। অসৎ উদ্দেশে ইভিএম ব্যবহারের পাঁয়তারা চলছে।ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামালের নেতৃত্বে ইসি ও সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে মামলা করা হবে।

 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়।

এসময় ইভিএমের নিয়ন্ত্রণ নিয়ে নানাভাবে ভোট জালিয়াতির কয়েকটি নমুনা দেখান বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দলের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দল। তারা ইভিএমের নানা ত্রুটিবিচ্যুতি কথা উল্লেখ করে বলেন, ইভিএম পুরোপুরি নিরাপদ ও নির্ভরযোগ্য হিসেবে এখনও প্রমানিত হয়নি। আ স ম আব্দুর রব বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২(ক) তে বলা আছে, সংসদ গঠন হবে প্রত্যক্ষ ভোটে। সংবিধানে ইংরেজিতে স্পষ্টভাবে ‘ডিরেক্ট’ শব্দটি উল্লেখ করা আছে, যার অর্থ প্রত্যক্ষ। ইভিএম প্রত্যক্ষ ভোটের আওতায় পড়ে না। নির্বাচনে ইভিএম ব্যবহার করা সংবিধানবিরোধী। তাই সংবিধান সংশোধন ছাড়া ইভিএম ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, ভোট দেয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত সব নির্বাচনী প্রক্রিয়া জনগণের কাছে উন্মুক্ত থাকতে হবে। জনগণের কাছে এ মেশিনের স্বচ্ছতা নেই।

নির্বাচন কমিশন সেনাবাহিনীকে বিতর্কিত করতে ইভিএম কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণের দায়িত্ব দিতে চাই জানিয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের বলবো, আপনারা নিরপেক্ষ হোন। নির্বাচনের পর দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো। আপনাদের ভূমিকার জন্য জনগণের কাছে জবাব দিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈন খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমীর খসরু মাহামুদ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ, আন্দালিব রহমান পার্থ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com