ড. কামাল হোসেন দুর্নীতিবাজ তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন। কিন্তু আপনি কার সঙ্গে জোট করেছেন, যাদের অন্যতম শরিক জামায়াত। আপনি না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন? আপনি কিসের লোভে এই জোটে গিয়েছেন, কোন ফাঁদে পড়েছেন কিনা? এসব জাতি জানতে চায়। জনগণের সামনে এ বিষয়গুলো পরিষ্কার করেন।
হানিফ বলেন, ‘প্রতি নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা বিএনপি'র মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতিবাজ তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন ড. কামাল, এটা লজ্জাজনক।’
মাহবুব উল আলম হানিফ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা ‘বিএনপি’র মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে।
নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, এটা আপনাদের মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। একজন সিইসি ছাড়া আপনাদের কাছে আর কেউ নিরপেক্ষ নয়। আর সেই একজন হলেন সাবেক সিইসি আজিজ সাহেব, যিনি ১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন।
হানিফ বলেন, ঐক্যফ্রন্টের লক্ষ্য জনগণের কাছে অজানা। তাদের লক্ষ্য কি, তারা জয়ী হলে কার নেতৃত্বে সরকার গঠন করবে? এসব বিষয়ে উনারা খোলাসা করেননি। জনগণ এসব বিষয়ে জানতে চায়।
স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।