কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে প্রথমবারের মতো মনোনয়নযুদ্ধে নেমেছেন তিন নারী। ইতোমধ্যে ধানের শীষ প্রতীকের জন্য একজন এবং লাঙ্গল প্রতীকের জন্য দুইজন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা প্রত্যেকেই আশা করছেন দলীয় মনোনয়ন পাবেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহিদা রফিক দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। তিনি বলেন, আশা করি, দল আমাকে বিবেচনা করবে। আমাকে মনোনয়ন দিলে প্রতিপক্ষের যে কেউই আসুক বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
রওশন আরা মান্নান বলেন, ‘দলের তৃণমূলের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রার্থী হয়েছি। আশা করি, দল আমাকে মনোনয়ন দেবে।’
লাঙ্গলের মনোনয়নপ্রত্যাশী আরেক নারী নাজমা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি এলাকায় জনকল্যাণমূলক কাজ করছি। এবার নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করতে চাই।’