logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮ ১৪:৪৩
ভয়ঙ্কর হয়ে উঠলেন অক্ষয়
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভয়ঙ্কর হয়ে উঠলেন অক্ষয়

যে অক্ষয় দর্শদের প্রায় সময় মাতিয়ে রাখেন আনন্দে হাসিতে খুশিতে। সেই অক্ষয়কেই হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। ভয়ঙ্কর এক রূপে তিনি উপাস্থিত হবেন ‘২.০’ ছবিতে। অক্ষয় নিজেই সবাইকে জানিয়ে দিলেন তার এমন হয়ে ওঠার গল্প।

এই ছবিত অক্ষয় কুমারের যে লুক দেখা যাচ্ছে, সেই লুকটি আনতে তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক ক্ষণ সময় নিয়ে তিনি এই মেকআপ করেছেন।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কীভাবে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে তার রূপ। ‘২.০’ ছবিতে নতুন এই অক্ষয়কে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

‘২.০’ ছবিটি পরিচালনা করেছেন এস. শঙ্কর। ২০১০ সালের সব থেকে জনপ্রিয় ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল এই ‘২.০’। এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। সঙ্গে রয়েছেন এমি জ্যকশন ও অক্ষয় কুমার। অক্ষয়কে এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ড.রিচার্ড।

এখানে বৈজ্ঞানিক ভি সাগারান চরিত্রটিতে অভিনয় করছেন রজনীকান্ত।এটি মূলত একটি সাইন্স ফিকশান। আগামী ২৯ নভেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে। ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের পছন্দ করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com