logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮ ১৭:০২
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬, শহরজুড়ে সংঘর্ষ
প্রথম বাংলাদেশ ডেস্ক

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬, শহরজুড়ে সংঘর্ষ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় ‘স্বাধীনতাকামী’ নিহত হয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের ওয়াঘামা শুটকিপোরা এলাকায় সন্দেহভাজন কয়েকজনের ওপর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভারতীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে শত শত কাশ্মিরি বেসামরিক নাগরিক বিক্ষোভ করে। তারা অনন্তনাগ জেলার চারটি স্থানে রাস্তায় নেমে আসে এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছয়টি মরদেহ এবং সন্দেহভাজন জঙ্গিদের ব্যবহার করা অস্ত্র উদ্ধার করেছে।

কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে স্বাধীনতাকামিদের ১৯৮৯ সাল থেকে যুদ্ধ চলে আসছে। এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।

ভারতের দাবি, বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছে পাকিস্তান। তবে তাদের দাবি অস্বীকার করে আসছে করাচি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com