আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮ ১০:১৩
ভৈরবে বিএনপি নেতাদের আ.লীগে যোগদান
প্রথম বাংলাদেশ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন দলটির একঝাঁক নেতাকর্মী। শুক্রবার রাতে ভৈরবপুর উত্তরপাড়া আইভি ভবনে বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের হাত ধরে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলেয়মান, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ভৈরব প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।