logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮ ১১:২৯
মান্নার প্রার্থী তালিকায় আ’লীগ নেতার নাম!
প্রথম বাংলাদেশ ডেস্ক

মান্নার প্রার্থী তালিকায় আ’লীগ নেতার নাম!

একাদশ সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী তালিকায় অনুমতি ছাড়া নাম প্রকাশের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্নাকে উকিল নোটিশ পাঠিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার ওরফে তপন।

খায়রুল বাশার মজুমদারের পক্ষে নাগরিক ঐক্যের কার্যালয়ের ঠিকানায় রেজিস্ট্রি ডাকে নোটিশ এ উকিল নোটিশ পাঠানো হয়।

খায়রুল বাশার মজুমদার নাগরিক ঐক্যের কর্মী বা সমর্থক নন উল্লেখ করে তাঁর নাম প্রার্থী হিসেবে বেআইনিভাবে ঘোষণা করায় এ নোটিশ পাঠানো হয়। জবাব না মিললে মানহানির মামলা করার কথাও উল্লেখ আছে ওই নোটিশে।

সম্প্রতি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের ৩৫ মনোনীত প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ফেনী-১ আসনও রয়েছে। এই আসনে মান্নার তালিকায় ১৩ নম্বরে রয়েছেন আওয়ামী লীগের ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মো. খায়রুল বাশার মজুমদার স্বপন।

খায়রুল বশর মজুমদার ২০১৪ সালের নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে আসনটি ছেড়ে দেওয়া হয়।

মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে তাঁর দলের মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের একটি তালিকা পাঠানো হয়। এ তালিকা আবার প্রকাশও করা হয়। তালিকায় খায়রুল বাশার মজুমদারের নামও প্রার্থী হিসেবে প্রকাশ করা হয়েছে।

খায়রুল বাশার মজুমদার কখনো মান্নার দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং এখনো নেই। ওই তালিকা প্রকাশের কারণে খায়রুল বাশার মজুমদারের রাজনৈতিক ও সামাজিক মর্যদা ক্ষুন্ন হয়েছে বলে জানানো হয়েছে উকিল নোটিশ।

এ বিষয়ে জানতে চাইলে খায়রুল বাশার মজুমদার জানান, ওই তালিকা প্রকাশের কারণে তার রাজনৈতিক ও সামাজিক মর্যদা ক্ষুন্ন হয়েছে। ইতিমধ্যে দুটি জাতীয় দৈনিকে তার প্রতিবাদ ছাপা হয়েছে। তিনি মাহমুদুর রহমান মান্নার নিকট ঢাকা জজ কোর্টের আইনজীবী হাফেজ আহম্মদের মাধ্যমে ২০ নভেম্বর উকিল নৌটিশ পাঠিয়েছেন।

তিনি জানান, মান্নার কাছে পাঠানো উকিল নৌটিশের উপযুক্ত উত্তর না পেলে তিনি আদালতে মামলা করবেন।

এ ব্যাপারে চেষ্টা করেও মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রসঙ্গত, এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। যদিও আলাউদ্দিন নাসিমের মনোনয়ন নেয়ার আগ পর্যন্ত তিনি আসনটিতে হাবের সাবেক মহাসচিব শেখ আবদুল্লাহকে প্রার্থী করাতে তাকে দিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ করিয়েছেন বলে দৃশ্যমান ছিল।

শেখ আবদুল্লাহও মনোনয়নের ব্যাপারে পত্রিকায়ও সাক্ষাৎকার দিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলীয় মনোনয়ন নিতেই নাকি নিষেধ করা হয়।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনটিতে তার অবর্তমানে আবদুল আউয়াল মিন্টু প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। এটি বলা যায় বিএনপি জোটের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিএনপির সঙ্গে ঐক্যের নির্বাচনে মান্নার প্রার্থী তালিকায় একজন আওয়ামী লীগ নেতার নাম আসায় অনেকে হতবাক। এতো আসন থাকতে মান্না খালেদা জিয়ার আসনটি কেন চাইলেন? তাও আবার একজন আওয়ামী লীগ নেতাকে!


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com