logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮ ১১:৩৩
পুলিশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: সিইসি
প্রথম বাংলাদেশ ডেস্ক

পুলিশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: সিইসি

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। বিনা কারণে কাউকে গ্রেফতার বা হয়রানি করছে না।

আজ শনিবার (২৪ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনী মাঠে লেভেল লেভেল প্লেয়িং ফিন্ড রয়েছে এবং থাকবে।

তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সবকিছু নিয়মতান্ত্রিক চলছে। সরকার নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করছে না।

এর আগে শুক্রবার (২৩ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের ঘটনা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকরের লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com