বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পর্যটক ঘুরতে যায় ভারতে। কিন্তু নানা ধরনের নিয়মের বেড়াজালে তারা পারতেন না ভারতের সব রাজ্যের সৌন্দর্যের স্বাদ নিতে। তাই অবশেষে ভারতের পর্যটনকেন্দ্র লাদাখ ও সিকিমের দরজা বাংলাদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট www.ivacbd.com/Other-Forms এ দেওয়া ফরম পূরণ করে লাদাখ বা সিকিমে ভ্রমণের অনুমতি চাইতে পারবেন। সব আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমার জন্য আলাদা কাউন্টার থাকবে।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতে নতুন ভিসা সেন্টার চালু করা হয়েছে। শনিবার থেকে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) অতিরিক্ত রুটের আবেদন গ্রহণ করা হবে। এই আবেদনের জন্য আলাদাভাবে ৩০০ টাকা ফি দিতে হবে।