স্কোরলাইন দেখলে রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকরা আঁৎকে উঠবেন। বিস্ময়ে হয়ত বলে উঠবেন- ‘এমন হার!’ শনিবার স্প্যানিশ লা লিগায় এইবারের মাঠে এক-দুই গোলের ব্যবধানে নয়, ৩-০ ব্যবধানে হেরেছে লস-ব্লাঙ্কোসরা। রিয়ালের বিপক্ষে নিজেদের ইতিহাসে এটি প্রথম জয় এইবারের।
অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকাকালীন রিয়ালকে টানা চারটি জয় উপহার দিয়েছিলেন সান্তিয়াগো সোলারি। অনেকেই মনে করেছিল, দুঃসময়টা বোধ হয় কেটে গেছে মাদ্রিদ জায়ান্টদের। কিন্তু না, ফাঁড়া এখনও কাটেনি। সোলারি পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষের মাঠে বিধ্বস্ত হল রিয়াল। সেটিও এইবারের মতো দলের কাছে, ম্যাচ শুরুর আগে যারা কিনা ছিল পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে।
এইবার অবশ্য এখন আর ১৩ নম্বরে নেই, দারুণ জয়ে এক লাফে উঠে এসেছে ৭ নম্বরে। ১৮ পয়েন্ট নিয়ে ঠিক রিয়ালের পেছনেই অবস্থান করছে তারা।
ঘরের মাঠে এদিন ১৬ মিনিটেই গঞ্জালো এস্কালান্তের গোলে এগিয়ে যায় এইবার। বিরতির পর আরও দু’বার রিয়ালের জালে বল জড়িয়েছে দলটি। ৫২ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন সার্জি এনরিখ। মিনিট পাঁচেক বাদে কিকের পা থেকে আসে তৃতীয় গোল। বাকি সময়ে ম্যাচে ফেরা দূরে থাক, একটি গোলও আদায় করে নিতে পারেনি রিয়াল।