logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:২৬
বরিশাল-৬
এবারও হাওলাদারের স্ত্রী, আগ্রহে ভাটা আ.লীগে
প্রথম বাংলাদেশ ডেস্ক

এবারও হাওলাদারের স্ত্রী, আগ্রহে ভাটা আ.লীগে

বরিশালের সবচেয়ে বড় উপজেলা বাকেরগঞ্জ। এই উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘিরে বরিশাল-৬। এই আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ১৫৯ জন। এখানে আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংকও আছে। কিন্তু গত দুইবারের মতো এবারও আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হচ্ছে। এতে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহের ভাটা দেখা যাচ্ছে।  

এই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রতনা আমিন। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রুহুল আমিন হাওলাদার। এবারের নির্বাচনেও নাসরিন জাহান রতনা আমিন মহাজোটের প্রার্থী হচ্ছেন।

যদিও এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশা করছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তারা হলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জের আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সাবেক প্রয়াত সাংসদ মাসুদ রেজার স্ত্রী জেলা পরিষদের সদস্য আইরীন রেজা ও বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু।

শেষ পর্যন্ত কোনো কারণে জাতীয় পার্টির সঙ্গে বনিবনা না হলে আবদুল হাফিজ মল্লিক আসনটিতে নৌকা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এর আগে তিনি মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিতে হয়।

এই আসনে কোন্দলে জর্জরিত বিএনপি। মনোনয়ন দৌড়ে যিনি এগিয়ে তাকে যেন মনোনয়ন না দেওয়া হয় সেজন্য কয়েক দফায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। জানা গেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক এমপি উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন খান। আর তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শিকদার খলিলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুস শুক্কুর বাচ্চু নেগাবান, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (অব.), ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন ও জেলা বিএনপির সাবেক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন।

এই আসনে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন এবং ইসলামী আন্দোলনের মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম আল-আমিন চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com