logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:৩২
হাজারী না কি তথ্য উপদেষ্টা
ফেনী-২
প্রথম বাংলাদেশ ডেস্ক


হাজারী না কি তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগেই বলেছেন, আজকালের মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করা হবে। এই মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে কে ধরছেন নৌকার হাল, এ আলোচনায় মুখর জেলার সর্বত্র। জেলার অপর দুটি আসনে দল ও জোটের কিছুটা হিসাব-নিকাশ রয়েছে। কিন্তু ফেনী-২ আসনে এই হিসাব নেই। তা ছাড়া জেলার রাজনীতির কেন্দ্রবিন্দু এই আসনে অন্তত তিনজন অত্যন্ত গুরুত্বর্প্ণূ মনোনয়নপ্রত্যাশী। ফলে এই আসনের দিকেই নজর সবার।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এবারও তিনি নিবর্অচন করতে চান। ইতিমধ্যে তার মতো করে মাঠ সাজিয়ে তিনি।

মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তিনি এর আগে ২০০৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করেন।

আরেক ওজনদার মনোনয়নপ্রত্যাশী তিনবারের সাবেক সাংসদ ও আলোচিত নেতা জয়নাল আবেদীন হাজারী।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাসির, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আজহারুল হক আরজু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফারুক আলমগীর, সাবেক যুবলীগ নেতা কাজী ওয়ালি উদ্দিন ফয়সাল।

নিজাম হাজারীর অনুসারীরা আশা করছেন, তাদের নেতাই দলের মনোনয়ন পাচ্ছেন নিশ্চিত। এখন শুধু ঘোষণার অপেক্ষা তাদের।
অন্যদিকে ইকবাল সোবহান চৌধুরীর পক্ষে একাট্টা নিজাম হাজারীর বিরোধীরা। এমনকি জয়নাল আবেদীন হাজারী কিংবা অন্য কাউকে মনোনয়ন দিলেও তাদের আপত্তি নেই, কেবল নিজাম হাজারীকে নয়।

জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, ২০০৮ সাল থেকে সাবেক সাংসদ জয়নাল হাজারীর অনুপস্থিতিতে ফেনী আওয়ামী লীগের হাল ধরেন নিজাম উদ্দিন হাজারী। তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। ২০১০ সালে নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফেনীর উন্নয়নেও বেশ ভূমিকা রেখেছেন। ফলে অন্য মনোনয়নপ্রত্যাশীর তুলনায় নিজাম হাজারীর অবস্থান সুদৃঢ় বলে মনে করেন তারা।

ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী কিংবা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেনও মনে করেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তৃণমূলের প্রত্যাশা পূরণ করবেন।

এলাকার অনেকে আবার মনে করছেন, নিজাম উদ্দিন হাজারী তৃণমূলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হলেও তার কিছু কর্মকা- সমালোচিত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সম্ভাবনাও দেখছেন তারা।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com