logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:৩৪
ইরানে ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইরানে ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিদ্বেষী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার (২৪ নভেম্বর) রাজধানী তেহরানে শুরু হওয়া ইসলামি ঐক্য সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর পার্সটুডে।

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরই ইরানে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এবারের সম্মেলনে ১০০টিরও বেশি দেশের ৩৫০ জন মুসলিম নেতা ও চিন্তাবিদ অংশগ্রহণ করেছেন। ইরানের পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয় মূলত মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার লক্ষ্যে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com