logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:৪৫
নেশা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন!
প্রথম বাংলাদেশ ডেস্ক

নেশা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন!

মদ, গাঁজা সিগারেট বা অন্য কোন নেশাজাতীয় দ্রব্য না সম্প্রতি ইন্দোনেশিয়ার যুবকেরা নেশার জন্য ব্যবহার করছে স্যানিটারি ন্যাপকিন।

প্রায় এক সপ্তাহ আগে থেকে এমন নেশায় আসক্ত হওয়ার দায়ে দেশটির পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির তরুণদের মধ্যে নতুন এ নেশার আসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্যানিটারি ন্যাপকিন দেশটির বাজারে সহজলভ্য ও বৈধ হিসেবে বিক্রি হয় বলে সহজেই আসক্তদের নাগালে চলে যাচ্ছে বলে বলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে আরো জানায়, স্যানিটারি ন্যাপকিন পানিতে সিদ্ধ করে পানিটুকু নেশা হিসেবে পান করছে আসক্তরা।

ইন্দোনেশিয়া ন্যাশানাল ড্রাগ এজেন্সির (বিএনএন) রির্পোট জানাচ্ছে, স্যানিটারি প্যাডের মধ্যে ক্লোরিন থাকে৷ যেটি মানবদেহে একপ্রকার হ্যালুসিয়েশন এবং তীব্র নেশার অনুভূতি জাগায়৷ এছাড়া মানবদেহের জন্য এটি অত্যন্ত ক্ষতিকারক বলে জানানো হয়। তথ্য সূত্র: আনন্দবাজার


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com