logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১১:০৬
১০ বছরে ইহুদিবিদ্বেষ বেড়েছে তিনগুন
প্রথম বাংলাদেশ ডেস্ক

১০ বছরে ইহুদিবিদ্বেষ বেড়েছে তিনগুন

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, গত ১০ বছরে অনলাইনে ইহুদিবিদ্বেষ সংক্রান্ত মন্তব্য প্রায় তিনগুন বেড়েছে। এ ছাড়া ২০১৭ সালে জার্মানিতে ইহুদিবিদ্বেষ সম্পর্কিত ৩২৪টি অপরাধের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

রাজ্যের শিক্ষা বিভাগের কাছে সংখ্যাটি অনেক বেশি। তাই ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা জানাতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ।

 

আর এই ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ৪০ বছর বয়সী ফ্লোরিয়ান বিয়ার নামে এক শিক্ষক।

তবে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে যেসব পদক্ষেপ জার্মানিতে নেয়া হয়েছে সেটাকে পর্যাপ্ত মনে করছেন না তিনি। বিয়ারের ভাষায়, ‘একদিক দিয়ে চিন্তা করলে এই উদ্যোগ একেবারে ঠিক আছে। তবে তারপরও আমার কাছে সেটি সমস্যার মনে হয়েছে, কারণ, যে মুহূর্তে আমি একজন শিক্ষার্থী সম্পর্কে রিপোর্ট করব, তখনই শিক্ষার্থী-শিক্ষক সম্পর্কে ছেদ পড়বে।’

জার্মানিতে স্কুলে নবম গ্রেড থেকে হলোকস্ট সম্পর্কে পড়ানো হয়। ইতিহাস, জার্মান ভাষা ও ধর্ম ক্লাসে এটি পড়ানো হয়। তবে বিয়ার মনে করেন, বর্ণবাদী আচরণ ও ইহুদিবিদ্বেষ সম্পর্কে আরেও বেশি পড়া বাধ্যতামূলক করা উচিৎ। কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার আগে বিজ্ঞান, গণিতের মতো ইহুদিবিদ্বেষ বিষয়েও জানা বাধ্যতামূলক করা উচিৎ বলে মনে করেন বিয়ার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com