logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১৯:০৬
রিজভীর অভিযোগের প্রতিবাদ জনপ্রশাসন সচিবের
প্রথম বাংলাদেশ ডেস্ক

রিজভীর অভিযোগের প্রতিবাদ জনপ্রশাসন সচিবের

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে অফিসার্স ক্লাবে ‘গোপন বৈঠকের’ যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, তা নাকচ করেছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। বলেছেন, তিনি ২০ নভেম্বর তিনি অফিসার্স ক্লাবেই যাননি। তাহলে বৈঠক করবেন কীভাবে।

রবিবার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে সচিব বলেন, ‘কল্পিত ঘটনায় জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদকে জড়িয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য প্রদান করেছেন, তা অসত্য ও বিভ্রান্তিকর।’

আগের দিন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ২০ নভেম্বর অফিসার্স ক্লাবে সচিব এবং পুলিশ কর্মকর্তাদের একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে আওয়ামী লীগকে কীভাবে আবার ক্ষমতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
রিজভীর দাবি, ওই বৈঠকে বলা হয়েছে, আওয়ামী লীগের ৩৩টি আসন নিশ্চিত। ৬০ থেকে ৬৫টিতে লড়াই হবে। আর বাকিগুলোতে কোনো আশা নেই। আর সেসব আসনে জেতাতে হলে কারচুপি করতে হবে।

এরই মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সংবাদ সম্মেলন করে রিজভীকে ‘বানোয়াট’ বক্তব্য না দিতে সতর্ক করেছেন। তিনি অফিসার্স ক্লাবে সেদিন যাননি জানিয়ে বলেছেন, কমিশনের বৈঠকে বিষয়টি তিনি তুলবেন এবং কমিশন রাজি হলে রিজভীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রশাসন সচিবের পক্ষ থেকে আসা প্রতিবাদপত্রে বলা হয়, ‘যে তারিখ ও সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই তারিখ ও সময়ে জনপ্রশাসন সচিব মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ সম্পাদন শেষে রাত আটটায় পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে অফিস ত্যাগ করেন। ওই দিন তিনি অফিসার্স ক্লাবেই যাননি অথচ তাকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যা তার সুনাম ও সম্মানের হানিকর।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com