কোপা লিবার্তেদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু বোকা জুনিয়র্সের টিম বাসে রিভার প্লেট সমর্থকরা হামলা চালালে ২৪ ঘন্টা পিছিয়ে দেয়া হয় ম্যাচটি। সেই হিসেবে রোববার রাতে সেটি মাঠে গড়ানোর কথা। আর্জেন্টিনার এল মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকরাও হাজির হয়েছিলেন। তবে আবারও তাদের হতাশ হয়েই ফিরে যেতে হয়েছে। কারণ, বোকা জুনিয়র্সের টিম ম্যানেজমেন্টের অনুরোধে দ্বিতীয় দফায় ম্যাচটি স্থগিত করেছে কনমেবল।
এই প্রসঙ্গে কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগেজ বলেছেন, ‘আমরা এখন লজ্জাজনক পরিস্থিতিতে আছি। বিশ্বের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা তো এমন ফুটবল চাইনি! শিগগিরই দুই ক্লাবের সভাপতির সঙ্গে বৈঠক করে ম্যাচটা কিভাবে সুস্থভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’