logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮ ১০:২৭
মৌসুম শেষে চেলসি ছাড়তে পারি: হ্যাজার্ড
প্রথম বাংলাদেশ ডেস্ক

মৌসুম শেষে চেলসি ছাড়তে পারি: হ্যাজার্ড

চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ইডেন হ্যাজার্ড- গুঞ্জনটা শোনা গিয়েছিল গত দলবদল মৌসুমেই। তবে বেলজিক তারকা স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যাননি। চলতি মৌসুমে তিনি ব্লুজদের হয়েই মাঠ কাঁপাচ্ছেন। কিন্তু এবারই হয়ত শেষ, আগামী মৌসুমে লন্ডনে নাও দেখা যেতে পারে তাকে। ইঙ্গিতটা দিয়েছেন হ্যাজার্ড নিজেই।

গত ৭ মৌসুম ধরে চেলসির জার্সিতে খেলছেন হ্যাজার্ড। ক্লাবটির সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যত্র পাড়ি জমাতে পারেন এই বেলজিক মিডফিল্ডার। সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। যদিও নিজের গন্তব্য সম্পর্কে কিছু বলেননি হ্যাজার্ড, ‘এই মুহূর্তে আমি চেলসিতেই আছি। যদি আমি চুক্তি নবায়ন না করি তাহলে এটা (ক্লাব ছাড়া) সম্ভব। তবে এটা ঠিক, আমি জানুয়ারির দলবদলে কোথায় যাচ্ছি না। ক্লাব এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে আমি এমনটা করতে পারি না। আগামী গ্রীষ্মে হয়ত চেলসি ছাড়তে পারি। এমনও হতে পারে, ক্যারিয়ারের বাকিটা সময় আমি এখানেই কাটিয়ে দিলাম।’

বর্তমান সময়ের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাজার্ডের প্রতি আগ্রহ আছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইরও (পিএসজি)। বেলজিক তারকা এই আগ্রহের কথা স্বীকার করেছেন। তবে পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নেই বলেই নিশ্চয়তা দিয়েছেন তিনি, ‘পিএসজি আমাকে প্রস্তাব করেছিল। আমি প্ররোচিত হইনি। যদি আমি কখনো লিগ ওয়ানে ফিরে যাই তবে লিলেতেই যাব। তবে এই মুহূর্তে সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, ফরাসি ক্লাব লিলের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন হ্যাজার্ড। ২০০৭ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। এরপর নাম লেখান চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে এই পর্যন্ত ২২০ ম্যাচে ৭৬ গোল করেছেন হ্যাজার্ড। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগসহ একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com