logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:১৮
প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)’র পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ শনিবার রাতে দেশে ফিরছেন।
 
পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রোম যান। সফর শেষে ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে রোম থেকে আবুধাবি পৌঁছেছেন তিনি। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার আইএফএডির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। ওইদিন বিকালে রোমে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগ দেন তিনি।
 
এ ছাড়া রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালকের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com