logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ২০:৪৪
মাশরাফির ওপর প্রভাব ফেলবে না নির্বাচন: আকরাম
প্রথম বাংলাদেশ ডেস্ক

মাশরাফির ওপর প্রভাব ফেলবে না নির্বাচন: আকরাম

সংসদ নির্বাচনে অংশগ্রহন করছেন দেশসেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এ কারণে বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সংসদ নির্বাচন মাশরাফির খেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আকরাম খান। 

ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি। কিছুদিন বাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে টাইগাররা। কিন্তু ওই সিরিজে মাশরাফি থাকবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই জানিয়েছেন, খেলার সময় খেলবেন মাশরাফি। এরপরও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নির্বাচনী কারণে ক্রিকেট থেকে দূরে থাকা ম্যাশ মাঠে ফিরলেও কি নিজের সেরাটা দিতে পারবেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক আকরাম খানের বিশ্বাস, ক্রিকেটার মাশরাফির উপর নির্বাচনের কোনও প্রভাব পড়বে না। কেন পড়বে না, সেই কারণটাও ব্যাখা করেছেন তিনি, ‘সে (মাশরাফি) অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com