logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ২০:৫৮
ফাইজ জির যুগে হুয়াওয়ে
প্রথম বাংলাদেশ ডেস্ক

ফাইজ জির যুগে হুয়াওয়ে

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ১০ হাজার ফাইজি বেইজ স্টেশন হস্তান্তরের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। সম্প্রতি লন্ডনে আয়োজিত নবম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরামে এ ঘোষণা দেয়া হয়।

এ ফোরামে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু ফাইভ জি নিয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এই অনুষ্ঠানে হুয়াওয়ে ফাইভ জি প্রযুক্তি নিয়ে ২২টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এবারের মোবাইল ব্রডব্যান্ড ফোরামে সারা বিশ্ব থেকে মোবাইল টেলিকম অপারেটর, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও মান নিয়ন্ত্রক সংস্থার দুই হাজার ২০০ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, ‘সারা বিশ্বে প্রযুক্তি বিপ্লব ঘটাতে চলেছে ফাইভ জি। এটি সমগ্র আইসিটি ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনবে। নতুন অনেক সুযোগ তৈরি হবে যা আমরা আগে দেখিনি। সব দিক থেকে ফাইভ জি প্রযুক্তি সম্পূর্ণ সমাধান দিতে প্রস্তুত। এটি সাশ্রয়ী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি এখন সময়ের চাহিদা। তবে অবশ্যই ফাইভ জি নেটওয়ার্ক স্থাপনে কিছু বাধা অতিক্রম করতে হবে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com