logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮ ১০:৩৮
গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে রিয়াল
প্রথম বাংলাদেশ ডেস্ক

গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে রিয়াল

অনেকদিন বাদে জ্বলে উঠতে দেখা গেল গ্যারেথ বেলকে। নিজে করলেন এক গোল, আরেকটিতে রাখলেন অবদান। তাতে এএস রোমাকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

আগের ম্যাচে লা লিগায় এইবারের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। রোমে ওই ফাঁড়া কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। দুটি গোলই অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধে পেয়েছে রিয়াল। ৪৭ মিনিটে রোমা ডিফেন্ডার ফেদেরিকো ফ্যাজিওর ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন বেল।

৫৯ মিনিটে রিয়ালের ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন লুকাস ভাজকেস। বেলের উড়ন্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল মাটিতে নামিয়ে আনেন বেনজেমা। এরপর সহজেই লক্ষ্যভেদ করেন ভাজকেস। পরে আর কোনো গোল না পেলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সোলারির শিষ্যরা।

অপরদিকে, ভিক্টোরিয়া প্লজেনের কাছে সিএসকেএ মস্কো ২-১ গোলে পরাজিত হওয়ায় হেরেও এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে রোমার। আফসোস যে গ্রুপ সেরা হওয়ার সুযোগটা আর থাকল না তাদের। নিজেদের শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে রিয়াল হেরে গেলে আর ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে রোমা জয় পেলেও; হেড টু হেড ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে রিয়ালই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com