logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮ ১০:৫৪
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত
অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের গজনীতে এক বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আমেরিকার এক বেসামরিক ব্যক্তিসহ তিনজন আহত হয়েছে। খবর দিয়েছে পার্সটুডে।

সোমবার (২৭ নভেম্বর) এ বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

ন্যাটোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এর চেয়ে বেশি তথ্য দেওয়া হয় নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি।

এর আগে, গত শনিবার আফগানিস্তানের নিমরুয প্রদেশে এক অভিযানের সময় আরেক মার্কিন সেনা নিহত হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারই এক আফগান সহকর্মীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। আফগান সেনা ভুলে গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তানে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা তৎপরতা চালালেও সেখানে এখনও নিরাপত্তা ফিরে আসে নি। এখনও দেশটির প্রায় অর্ধেক অঞ্চল তালেবান নিয়ন্ত্রণ করছে বলে কোনো কোনো সূত্র দাবি করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com