logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮ ২০:৩০
চট্টগ্রামের পুরবী সিনেমা হলে আগুন
প্রথম বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামের পুরবী সিনেমা হলে আগুন

আগুনে পুড়ছে চট্টগ্রামের চাক্তাইয়ের পূরবী সিনেমা হল। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এই সিনেমা হলের পাশে একটি সুতোর গোডাউনে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে এই আগুন। সুতোর গোডাউনের পাশে সিনেমা হলের জানালা দিয়ে এই আগুন ঢুকে পড়ে সিনেমা হলের মধ্যেও। আগুন লাগার দেড় ঘন্টা পার হয়ে গেলেও সেই আগুন নিন্ত্রনে আসেনি।

আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বললেন, ‘কিভাবে আগুন লেগেছে আমরা এখনো জানতে পারিনি। আমরা অনেকটাই নিয়েন্ত্রণে নিয়ে এসেছি। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।’

এই ওই এলাকার অসংখ্য মানুষ জমা হয়ে গেছে গোডাউন ও সিনেমা হলের সামনে।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির দিপু জানালেন পূরবী সিনেমা হল রোজার ঈদে সর্বশেষ চালু ছিল। সিনেমা হলের মালিক একবার গ্রেপ্তার হয়েছিলেন, তারপর থেকে হলটি বন্ধ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com