logo
আপডেট : ৬ জুলাই, ২০১৮ ২০:১২
ভারতে ১০ বছর জেল খেটে দেশে ফিরলেন বাদল
অনলাইন ডেস্ক

ভারতে ১০ বছর জেল খেটে দেশে ফিরলেন বাদল

১০ বছর ভারতে কারাবাসের পর দেশে ফেরত আনা হয়েছে বাদল ফরাজীকে। শুক্রবার বিকেলে তিনি দেশে এসেছেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জানান, পুলিশ তাকে বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে রিসিভি করেছে। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

২০০৮ সালের ৬ মে নয়াদিল্লির অমর কলোনির এক বৃদ্ধা খুনের মামলায় বাদল সিং নামের এক আসামিকে খুঁজছিল ভারতের পুলিশ।

ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ ভুল করে বাদল ফরাজীকে গ্রেফতার করে। ইংরেজি বা হিন্দি জানা না থাকায় তিনি বিএসএফ সদস্যদের নিজের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ভারতের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, নিম্ন আদালতের রায়ে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ২০১৫ সালের ৭ আগস্ট বাদলকে দোষী সাব্যস্ত করেন দিল্লির আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। পরে হাইকোর্টেও একই সাজা বহাল থাকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com