logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮ ২০:৪৬
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় প্রধানমন্ত্রী
প্রথম বাংলাদেশ ডেস্ক

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপারসন এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির জানান, সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় এর আগের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পযালোচনা করা হয়।
আসিফ কবির বলেন, সভায় বিভিন্ন সাব কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। সভায় শেখ হেলাল উদ্দিন এমপি এবং নূর-ই-আলম লিটন চৌধুরী এমপি ও সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণ নিয়েও আলোচনা হয়। মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মালিকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com