logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১১:২০
প্রথমবারের মতো ফলোঅন করালো বাংলাদেশ
প্রথম বাংলাদেশ ডেস্ক

প্রথমবারের মতো ফলোঅন করালো বাংলাদেশ

নিজেরা ফলোঅনে পড়েছে অনেকবার। তবে সে তুলনায় প্রতিপক্ষকে ফলোঅন করানোর সুযোগ খুব একটা আসেনি বাংলাদেশ দলের সামনে। এমনকি প্রথম ইনিংসে লিডও নেয়া গিয়েছে হাতে গোনা কয়েকটি ইনিংসে।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৮ রানে এগিয়ে থেকেও ফলোঅন করায়নি বাংলাদেশ, পাওয়া হয়নি প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅন করানোর স্বাদ।

অবশেষে সেই ঢাকাতেই ওয়েস্ট ইন্ডিজের মতো কুলিন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ফলোঅন করানোর স্বাদ পেলো বাংলাদেশ। স্বাগতিকদের করা ৫০৮ রানের পাহাড়ের জবাবে ক্যারিবীয়রা অলআউট হয়ে গেছে মাত্র ১১১ রানে। ৩৯৭ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় ফলোঅন করানোর সিদ্ধান্ত নিতে দুই বার ভাবতে হয়নি আর বাংলাদেশ দলকে।

চট্টগ্রাম টেস্টের মতো ঢাকাতেও দেখা গেছে আড়াইদিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড গড়ার সুযোগহগ। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ২২৬ রানের, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। আগে ব্যাট করে এর চেয়ে বড় জয় নেই স্বাগতিকদের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com