logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৫
ত্বকের ক্যান্সার রুখবে অ্যাপলের হাতঘড়ি
প্রথম বাংলাদেশ ডেস্ক

ত্বকের ক্যান্সার রুখবে অ্যাপলের হাতঘড়ি

কাজের জন্য প্রখর রোদে ঘুরতে হয় বলে সানবার্ন নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকেই। এমন লোকজনের জন্য সুখবর এনেছে অ্যাপল। নতুন একটি হাতঘড়ি এনেছে অ্যাপল যা সানবার্নের হাত থেকে সুরক্ষিত রাখবে।

শুধু রোদেপাড়া নয়, ত্বকের ক্যান্সারের হাত থেকেও সুরক্ষা দিতে পারবে অ্যাপলের এই হাতঘড়ি। ত্বকের অকালবার্ধক্য যাদের মাথাব্যথার কারণ তাদের চিন্তারও অবসান করবে এই হাতঘড়ি। এমনটাই দাবি করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

 

সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, হাতঘড়িতে অজস্র আলট্রা ভায়োলেট লাইট সেন্সর রয়েছে। সারাদিনে কতক্ষণ রোদে রয়েছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি শরীরে কতটা ঢুকছে, আপনার খেয়াল না-থাকলেও সূর্যের আলোকে ডিটেক্ট করে ওই সেন্সর আপনাকে সর্বক্ষণ সতর্ক করে যাবে। ফলে আপনি সচেতন হতে পারবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com