logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১১:০৫
ভারতে এইডস আক্রান্ত ১ লাখ ২০ হাজার শিশু-কিশোর
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভারতে এইডস আক্রান্ত ১ লাখ ২০ হাজার শিশু-কিশোর

ভারতে ২০১৭ সালে শূন্য থেকে আঠারো বছর বয়সী ১ লাখ ২০ হাজার শিশু ও বয়ঃসন্ধি পার করা কিশোর মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ইউনিসেফের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে এই সংখ্যায় ভারতের অবস্থান সবার ওপরে।

ইউনিসেফের সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি যথাযথ পদেক্ষেপ না নেয়া হয় তাহলে ২০৩০ সালের মধ্যে এইডস আক্রান্ত হয়ে বিশ্বে গড়ে প্রতিদিন ৮০ জন বয়ঃসন্ধি পার করা শিশু-কিশোরের মৃত্যু হবে।

 

তবে ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শিশু, কিশোর, গর্ভবতী নারী ও মায়েদের মধ্যে এইচআইভি ঝুঁকি এবং দুর্বলতা হ্রাসের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। গত ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে এ প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com